মহাবিশ্ব এবং সৌরজগৎ

Show Important Question


21) সৌর জগতে বৃহত্তম স্বাভাবিক উপগ্রহ হল:
A) চাঁদ
B) গ্যানিমেড
C) টাইটান
D) ফোবস

22) সূর্যের ব্যাস কত কিলোমিটার?
A) ১৩,২০,০০০ কিলোমিটার
B) ১৩,৮৪,০০০ কিলোমিটার
C) ১৪,৩৪,০০০ কিলোমিটার
D) ১৬,০০,০০০ কিলোমিটার

23) সূর্যের উপরিভাগের উষ্ণতা কত?
A) ৫৭,০০০ ডিগ্রি সেলসিয়াস
B) ৫৮,০০০ ডিগ্রি সেলসিয়াস
C) ৫৯,০০০ ডিগ্রি সেলসিয়াস
D) ৬০,০০০ ডিগ্রি সেলসিয়াস

24) সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় গ্রহ কোনটি?
A) বুধ
B) শুক্র
C) মঙ্গল
D) বৃহস্পতি

25) সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সবচেয়ে ছোট গ্রহ কোনটি?
A) বুধ
B) শনি
C) নেপচুন
D) পৃথিবী

26) নিচের কোন দুটি গ্রহের মধ্যকার দূরত্ব সবচেয়ে বেশি?
A) বুধ ও শুক্র
B) বুধ ও পৃথিবী
C) পৃথিবী ও মঙ্গল
D) পৃথিবী ও চাঁদ

27) পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
A) বুধ
B) মঙ্গল
C) শুক্র
D) শনি

28) দূরত্বের দিক থেকে সূর্য থেকে শুক্রের অবস্থান কততম?
A) ৫ম
B) ৪র্থ
C) ৩য়
D) ২য়

29) সূর্য পৃথিবী চেয়ে কত গুণ বড়?
A) ১২ লাখ
B) ১৩ লাখ
C) ৮৬ লাখ
D) ১৬ লাখ

30) কোনটি সৌরজতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ?
A) বুধ
B) শনি
C) শুক্র
D) নেপচুন

31) সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
A) নেপচুন
B) শুক্র
C) বুধ
D) বৃহস্পতি

32) সূর্য কত দিনে নিজ অক্ষের ওপর আবর্তন করে?
A) ২৫ দিনে
B) ৭৮ দিনে
C) ২৪ দিন ১২ ঘণ্টায়
D) ২৭ দিনে

33) সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে কী বলে?
A) সৌরকলঙ্ক
B) উল্কা
C) সৌরচিহ্ন
D) সৌরদাগ

34) সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে—
A) ২৯ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট
B) ২৪ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট
C) ৩৬৬ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট
D) ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট

35) পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে—
A) ২৮ দিন ১২ ঘণ্টা
B) ২৮ দিন ১১ ঘণ্টা
C) ২৯ দিন ১১ ঘণ্টা
D) ২৯ দিন ১২ ঘণ্টা

36) মঙ্গল গ্রহের উপগ্রহ দুটি কী কী?
A) মিরিন্ডা ও ফেবোস
B) ডিমোস ও নেরাইড
C) ডিমোস ও ফেবোস
D) টাইটানিয়া ও ট্রাইটন

37) সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি?
A) শনি
B) বুধ
C) পৃথিবী
D) বৃহস্পতি

38) সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
A) প্রক্সিমা সেন্টোরাই
B) বুধ
C) পৃথিবী
D) ট্রাইটান

39) পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব কত?
A) প্রায় ৮ কোটি কিমি.
B) প্রায় ১২ কোটি কিমি.
C) প্রায় ১৫ কোটি কিমি.
D) প্রায় ২০ কোটি কিমি.

40) Light from the sun reaches us in nearly / সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছতে সময় লাগে
A) 2 minutes/ 2 মিনিট
B) 8 minutes/ 8 মিনিট
C) 4 minutes/ 4 মিনিট
D) 16 minutes/ 16 মিনিট